অনিঃশেষ আলোঃ আলতামাশ - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

December 12, 2021

অনিঃশেষ আলোঃ আলতামাশ


ইসলামের মশাল হাতে আরব থেকে বেরিয়ে পড়েছিল স্বর্ণযুগের মুসলমানরা কুফরের আঁধার চিরে ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীর বাঁকে-বাঁকে রোমের কায়সার, ইরানের কেসরা! সেকালের দুই পরাশক্তি তাদের পানে চোখ তুলে তাকায় এমন সাধ্য নেই কোন রাজা-বাদশার আরবের 'বদ্দুরা তো গণনার বাইরে

কিন্তু আরবের বদ্দুমুষ্টিমেয় এই মুসলমানরা মাটির সঙ্গে মিশিয়ে দিলেন কেসরার দম্ভ জয় করে নিলেন ইরানের মাটি ও মানুষের মন মুসলমানদের হাতে পরাজিত হলো রোমের দাম্ভিক রাজা হেরাকল। জয় হলো ফিলিস্তিন ও শাম

ইতিহাস বিস্ময়ে হতবাক! আট-দশ হাজার মুজাহিদ একের পর এক দুর্গ-নগরী! জয় করো চল্ল পরাজিত হলো মহাপ্রতাপশালী সম্রাট হেরাক্লিয়াসের লক্ষাধিক সৈন্যের সুবিশাল বাহিনী পরবর্তী যুদ্ধে তারা নিজেদের প্রমাণ করেন আরও সাহসী, শক্তিশালী, দূর্দান্তরূপে জয় হলো সমগ্র মিশর ইসলামের আলো ছড়িয়ে পড়লো পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে আলো আর আলো, যেন শেষ নেই এই আলোর

কি করে সম্ভব হলো তা? ইতিহাসে কি উত্তর লেখা আছে এ প্রশ্নের? উপন্যাসের আদলে সেই ইতিহাসেরই সবিস্তারে বিবরণঃ অনিঃশেষ আলো।

 আলতামাল রচিত উপন্যাস অনিঃশেষ আলো পিডিএফ পড়ার জন্য ক্লিক করুনঃ


📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।