সুপ্রিয় পাঠক,
এই কর্ণারটি কেবল আপনার জন্য। এখানে আপনি লিখবেন। আপনার লিখা আমরা প্রকাশ করবো এই সাইটে।
তাহলে আপনি কি লিখবেন? আপনার মনে যা আসে তাই লিখুন। এই সাইটের প্রকৃতির আলোকে আপনার লেখা হওয়া চাই। আপনি লিখুনঃ
✍ এই সাইটের ভাল লাগা বিষয় নিয়ে।
✍ এই সাইটের খারাপ লাগা বিষয় গুলো নিয়ে।
✍ এই সাইটকে আপনি যে ভাবে দেখতে চান, তা নিয়ে।
✍ এই সাইটকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে যা প্রয়োজন তা নিয়ে।
✍ আপনার যে সব বিষয় এই সাইটে খুঁজেছিলেন, কিন্তু পাননি, তা নিয়ে।
✍ আপনার চিন্তা ভাবনা-দেশ, জাতি, ধর্ম যে কোন বিষয় নিয়ে।
✍ সমাজ সংস্কৃতি রাজনীতি ইতাদি নিয়ে।
✍ বিজ্ঞান, টেকনোলজি সহ নানাবিধ বিষয় নিয়ে।
কিভাবে লিখবেনঃ
লেখার জন্য কোন নিয়মের প্রয়োজন নাই। হাতে লিখা কোন বিষয় গ্রহণযোগ্য নয়। যা লিখবেন, তা অবশ্যই বাংলা ভাষায় টাইপ করে হতে হবে।
লিখার সাথে আপনার নাম অবশ্যই দেবেন।
আপনার পরিচয় যদি না দিতে চান, তাহলে নাও দিতে পারেন। আর পরিচয় দিলে তা আরো সমৃদ্ধ হবে।
টাইপকরার পর আপনি প্রেরণ করতে পারেন ৩টি প্রক্রিয়ায় আমাদের কাছেঃ
১. ই-মেইলেঃ আমাদের ই-মেইল এড্রেস amarpriyobanglaboi@gmail.com
২. হোয়াইটস আপেঃ আমাদের হোয়াইটসআপ লিংকে যেতে এখানে ক্লিক করুন।
৩. টেলিগ্রামঃ আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
তাহলে আর দেরী কেন? আজই শুরু করা যাক। জলদি পাঠিয়ে দিন আপনার লেখাটি আমাদের কাছে।
সহসাই শুরু হবে আপনার লেখা নিয়ে আমাদের পাঠক কর্ণার।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।