মা আমার মাঃ আব্দুল মান্নান তালিব - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

December 15, 2021

মা আমার মাঃ আব্দুল মান্নান তালিব


মা আমার মা। লেখকঃ আব্দুল মান্নান তালিব। বইটির নাম পড়লে মনে হবে, লেখক নিজের মায়ের কাহিনী বর্ণনা করেছেন। কিন্তু আসলে কি তাই? বইটি সম্পর্কে আব্দুল মান্নান তালিব লিখেছেনঃ

সত্য ইস্পাতের চেয়ে মজবুত, তরবারির চেয়ে ধারালো। সত্যের গতি মানুষের তৈরী যে কোন নভোযানকে হার মানাবে।

এ গল্পগুলিতে নিখাদ সত্যই বলা হয়েছে। আল্লাহর কুরআন ও রাসূলের সুন্নাতের চাইতে বড় সত্য আর কী হতে পারে। সেখান থেকে ঘটান ও বিষয়গুলি নেয়া হয়েছে এবং তাকে পেশ করা হয়েছে তারই মতো করে কিশোর উপযোগী ভাষায় ও আংগিকে।

এ সত্যগুলি কিশোরদের চরিত্রকে ইস্পাতের মতো মজবুত করে গড়ে তুলবে বলে আমার বিশ্বাস। আর এই ইস্পাতের মজবুতি তার মধ্যে যে ধার সৃষ্টি করবে তা কাঁচকাটা হীরের জন্যও হবে ঈর্ষার বস্তু।

আল্লাহ আমাদের প্রজন্মকে এই ঈর্ষণীয় চরিত্রের অধিকারী করুন।

 

আব্দুল মান্নান তালিব রচিত মা আমার মা বইটি পিডিএফ পড়তে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।