মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহঃ নঈম সিদ্দিকী - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

October 11, 2021

মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহঃ নঈম সিদ্দিকী



আব্দুস শহীদ নাসিমঃ ‘মানবতার ব্নধু মুহাম্মদ রসুলুল্লাহ’ সা. গ্রন্থখানা মূলত এই উপমহাদের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী গবেষক ও চিন্তাবিদ নঈম সিদ্দীকির উর্দূ ভাষায় রতি ‘মুহসিনে ইনসানিয়াত’ গ্রনেথর অনুবাদ। গ্রন্থখানা   Human Benefactor শিরোনামে ইংরেজী ভাষায় অনুদিত হয়েছে।

এ গ্রন্থখানা চিরাচরিত পন্থায় রচিত রাসূলুল্লাহ সা. এর কোনো জীবনী গ্রন্থ নয়। এ গ্রন্থে মূলত রসূলে পাক সা. যে অনুপম সমাজ বিপ্লব সংঘটিত করেছিলেন এবং সুণিপুন কারিগরের মতো যে অনন্য সাধারণ মানব দল ও মানব সমাজ নির্মাণ করেছিলেন, সেই নির্মাণ কাজেরই এক অপূর্ব বিশ্লেষণধর্মী শিক্ষণীয় ত্রি তুলে ধরা হয়েছে। তাই এটি একাধিারে রাসূলে পাকের সীরাত এবং ইসলাম সমাজ বিপ্লব সংঘটনের প্রতিবেদন। ইসলামী সমাজ গড়ার সাধ যারা পোষণ করেন, এটি তাদের জন্যে খুবই উপকারী গ্রন্থ।

ঢাকাস্থ সাইয়েদ আবুল আ’লা মওদূদী রিসার্চ একাডেমী বাংলাভাষী পাঠকদের জন্যে গ্রন্থটির বংগানুবাদ করেছে। অত্যন্ত উচ্চাংগের সাহিত্যিক উর্দূ ভাষায় লেখা গ্রন্থটির প্রশংসনয়ি বংগানুবাদ করেছেন সুসাহিত্যিক হাফেজ আকরাম ফারূক। অনুবাদের পর আমি পুরো গ্রন্থটির সম্পাদনা করে দিয়েছি। 

মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ-নঈম সিদ্দীকি রচিত বইটি পিডিএফ পড়ার জন্য এখানে ক্লিক করুন।


একটি বই প্রকাশ করতে লেখক ও পাঠকের প্রচুর অর্থ খরচ হয়। জনপ্রিয় লেখকদের লেখা বই থেকে লেখক প্রকাশক সকলেই লাভবান হোন। কিন্তু যে সব লেখক জনপ্রিয় নন, তাদের বই একটি মাত্র সংস্করণে খরচই আসেনা। তাই আপনার আমার সকলের কর্তব্য হচ্ছে মূল বই খরিদ করে পড়া। এতে করে লেখক প্রকাশক উভয়েই উৎসাহিত হোন নতুন বই প্রকাশ করতে। তারা রক্ষা পান ক্ষতির হাত থেকে। এখানে প্রদত্ত বই গুলো অনলাইন থেকে সংগ্রহ করা। আপনি বইটি পড়ার পর হাতের কাছে সেই বইটি পেলেই সংগ্রহ করবেন। আপনার আপন বন্ধুজনকে উপহার দেবেন।

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।