দারসে হাদীস - জিলহজ আমলের অবারিত সুযোগের মাস -মুহাম্মদ গিয়াস উদ্দিন - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 13, 2021

দারসে হাদীস - জিলহজ আমলের অবারিত সুযোগের মাস -মুহাম্মদ গিয়াস উদ্দিন

 


عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : “مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيْهَا أَحَبُّ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ- يَعْنِىْ أَيَّامَ الْعَشْرِ-“. قَالَ : قَالُوْا : يَا رَسُوْلَ اللهِ، وَلا الْجِهَادُ فِىْ سَبِيْلِ اللهِ؟ قَالَ : “وَلا الْجِهَادُ فِىْ سَبِيْلِ اللهِ، إِلا رَجُلًا خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ، ثُمَّ لَمْ يَرْجِعْ مِنْ ذٰلِكَ بِشَيْءٍ.

ইবনু আব্বাস রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন : জিলহজ মাসের প্রথম দশ দিন নেক আমল করার ন্যায় অন্য কোনো দিনের আমল মহান আল্লাহর কাছে এত প্রিয় নয়। সাহাবীগণ প্রশ্ন করেন, হে মহান আল্লাহর রাসূল সা. মহান আল্লাহর পথে জিহাদও কি এ দশ দিনের নেক আমলের চেয়ে মহান আল্লাহর নিকট বেশি প্রিয় নয়? তিনি বলেন, মহান আল্লাহর পথে জিহাদও বেশি প্রিয় নয়; তবে ঐ ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি নিজের জীবন ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে গেল এবং তা হতে কোনো কিছুই আর ফিরে এলো না। (বুখারী-৯৬৯; মুসনাদে আহমাদ-৩১৩৯) বিস্তারিত এখানে>>>>>>

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।