বিশ্ব নবীর সাহাবীঃ তালিবুল হাশেমী - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

April 19, 2021

বিশ্ব নবীর সাহাবীঃ তালিবুল হাশেমী

 

বিশ্ব নবীর সাহাবী-https://muhammadnazrulislam.info/archives/13160

মানুষের মূল আবাস বলা হয় মানুষের মা বাবার বাড়ীকে।

আমাদের মা বাবার মূল আবাস জান্নাত।

মা হাওয়া আর আদম আ. সেই জান্নাত থেকে দুনিয়ায় এসেছিলেন।

দুনিয়া থেকে আবার জান্নাতে ফিরে যাওয়ার পথ দিখিয়ে দিতে যুগে যুগে আল্লাহ কিছু মানুষকে তার পক্ষ থেকে গাইড হিসাবে মনোনীত করেছেন। যাদের সাথে দিয়েছেন জান্নাতের মানচিত্র। যাতে করে মানুষকে জান্নাতের মানচিত্র অনুসরণ করে জান্নাতে তথা তাদের মা বাবার বাড়ীতে ফিরে আসতে পারে সে জন্য গাইড প্রেকটিক্যাল দিকনির্দেশনা দেবেন।

সর্বশেষ গাইড যিনি ছিলেন, তিনি মুহাম্মদ সা. আর মুহাম্মদ সা. যে, মানচিত্র নিয়ে এসেছিলেন তার নাম কুরআন। কুরআন হলো ম্যাপ অব জান্নাহ।

এই কুরআন আর রাসূলকে জানার একমাত্র মাধ্যম হচ্ছেন আসহাবে রাসূল বা রাসূল সা. এর সাহাবীগন।

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।