বয়স বাড়ার সাথে সাথে - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

April 25, 2024

বয়স বাড়ার সাথে সাথে


 বয়স বাড়ার সাথে সাথে

 দুটো জিনিস নিয়মিত চেক করুনঃ

১) ব্লাড প্রেসার।

২) ব্লাড সুগার।

Ž তিনটি জিনিস একেবারেই ভুলে যানঃ

১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা

২) অতীত নিয়ে অনুশোচনা

৩) সবসময় দুঃখে কাতর হওয়া।

 চারটি জিনিস খাবার থেকে যত পারুন কমিয়ে নিনঃ

১) লবন

২) চিনি

৩) দুগ্ধ /ডিম জাতীয় খাবার

৪) স্ট্রাচি/কার্ব জাতীয় খাবার।

 চারটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিনঃ

১) সব রকমের সবুজ শাক।

২)সব রকম সবুজ সব্জি , সীম বা মটরশুটি ইত্যাদি।

৩) ফলমূল

৪) বাদাম।

 সুখে কিংবা দুখে চারটি জিনিস সবসময় সাথে রাখুনঃ

১) একজন প্রকৃত ভালো বন্ধু

২) নিজের পরিবার

৩) সবসময় সুচিন্তা

৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়।

 পাঁচটি জিনিসের চর্চা রাখুনঃ

১) রোজা রাখা

২) সবার সাথে হাসিমুখে কথা বলা

৩) মানুষের সাথে ভালো আচরণ করা

৪)নিয়মিত শরীর চর্চা করা

৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।

ছয়টি জিনিস এড়িয়ে চলুনঃ

১) কর্য

২) লোভ

৩) আলস্য

৪) ঘৃণা

৫) সময়ের অপচয়

৬) পরচর্চা।

ছয়টি জিনিস কখনোই করবেন নাঃ

১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া

২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা

৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া

৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া

৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া।


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।