মাহে রামাদ্বানের হাদীয়াঃ রামাদ্বানে যা পড়বে এবং যা করবে জামায়াত কর্মীরা - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

March 13, 2023

মাহে রামাদ্বানের হাদীয়াঃ রামাদ্বানে যা পড়বে এবং যা করবে জামায়াত কর্মীরা

  

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন মাহে রামাদ্বান উদযাপনের জন্য কর্মীদের প্রতি লিখিত নির্দেশনা প্রদান করেছে। ফযিলতপূর্ণ মহিমান্বিত মাহে রামাদানে আত্মশুদ্ধি ও আত্মগঠনের লক্ষ্যে দুই ধরণের করনীয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 

১. অধ্যয়ন মূলক। 

২. অনুশীলনমুলক। 

অধ্যয়নমূলকঃ

১. আল কুরআন অধ্যয়নঃ

২. আল হাদিস অধ্যয়নঃ 

  • তাহারাতসালাতসিয়ামজিহাদআখেরাত ও চরিত্র গঠন সংক্রান্ত অধ্যায়।

৩. ইসলামী সাহিত্য অধ্যয়নঃ

৪. তা'লিমুল কুরআনঃ সহীহ তেলাওয়াত শিক্ষার ব্যবস্থাকে পারিবারিকভাবেমসজিদভিত্তিকপাড়া-মহল্লা কেন্দ্রিক ব্যাপক রূপ দেয়ার চেষ্টা করা।

৫. মুখস্ত করণঃ মৌলিক বিষয়ে বাছাইকৃত আয়াত ও হাদিসসমূহ মুখস্থ করা।

অনুশীলনমূলকঃ

১. মাহে রামাদানে পরিবার-পরিজন ও পাড়া-প্রতিবেশীকে নিয়ে ভাবগম্ভীর পরিবেশে যথাযথভাবে সিয়াম পালন করা।

২. জামায়াতের সাথে ফরয সালাত ও তারাবীহ আদায় করা। শেষ দশকে এতেকাফ পালনের চেষ্টা করা।

৩. কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে তিলাওয়াতে কুরআনের দুর্লভ সুযোগ কাজে লাগানো।

৪. আল্লাহর গযব থেকে রক্ষা ও তাঁর সাহায্য লাভে কাতর কণ্ঠে দোয়া করা।

৫. আমীরে জামায়াত সহ নেতৃবৃন্দ ও সকল মজলুম মানুষের মুক্তির জন্য এ সময়ে বেশি বেশি আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো।

৬. সদস্য (রুকন)কর্মীসহযোগী বৃদ্ধির কাজ এ মাসে অন্য মাসের তুলনায় ব্যক্তিকে অধিক সাওয়াবের অধিকারী করবেতাই জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় এবং অধিক পুরস্কার লাভের আশায় এ ক্ষেত্রে দায়িত্ব পালনে যত্নশীল হওয়া।

৭. পারিবারিকভাবে বা পারিবারিক ইউনিটের উদ্যোগে পরিস্থিতির আলোকে পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের নিয়ে ইফতারের আয়োজন করা।

৮. পরিস্থিতির আলোকে সাংগঠনিকভাবে ইফতার মাহফিলের আয়োজন করা ।

৯. বেশি বেশি দান-সাদাকাহ করা । এ ক্ষেত্রে মজলুম ভাই-বোন ও নিকট আত্মীয়দের প্রতি খেয়াল রাখা। যেমনইয়াতীমের লালন পালনঋণগ্রস্তদের সহযোগিতা ইত্যাদি ।

১০. হিংসা-বিদ্বেষহানাহানিজিঘাংসা ও নৈরাজ্যের বিষ ছড়ানোর মোকাবিলায় ঐক্যভ্রাতৃত্ব,সম্প্রীতি ও সৌহার্দ্যের জান্নাতি আবহ তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করা ।

১১. সুদঘুষমদজুয়াসহ যাবতীয় ধ্বংসাত্মক পাপাচার থেকে বাঁচার জন্য জনসচেতনতা তৈরি করা।

 রামাদ্বান ও রোযা বিষয়ে বইয়ের জন্য এখানে ক্লিক করুন।

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।