প্রশ্নোত্তর - তাফহীমুল কুরআন-সূরা আদ দোখান - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

March 04, 2022

প্রশ্নোত্তর - তাফহীমুল কুরআন-সূরা আদ দোখান


১. সূরা দোখানের নাম করণ হয়েছে যে আয়াত থেকে তা বলুন। এটি সূরার কত নম্বর আয়াত?

২. সূরার বিষয়বস্তু ও আভ্যন্তরীন সাক্ষ্য বলে সূরাটি সূরা যুখরুফ ও তার পূর্ববর্তী কয়েকটি সূরা যখন নাযিল হয়েছিল তখন সূরাটি নাযিল হয়। কোন সে সূরা?

৩. “হে আল্লাহ! ইউসুফের দূর্ভিক্ষের মত একটি দূর্ভিক্ষ দিয়ে আমাকে সাহায্য করো” এই দোয়া কে করেছিলেন। দোয়াটি কোন সূরার ভূমিকায় আলোচিত হয়েছে?

৪. “হে আল্লাহ! ইউসুফের দূর্ভিক্ষের মত একটি দূর্ভিক্ষ দিয়ে আমাকে সাহায্য করো” নবী মুহাম্মদ সা. এই ধরনের দোয়া কি উদ্দেশ্যে করেছিলেন?

৫. দূর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কাফেরদের একজন প্রতিনিধি নবী সা. এর কাছে এসে নিজ কওমের জন্য দোয়া করতে বললো। সেই প্রতিনিধি কে?

৬. সূরা দোখানে দূর্ভিক্ষ সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে পূর্ববর্তী একজন নবী ও তার বিরোধীর কথা বলা হয়েছেতারা কারা?

৭. লাইলাতিন মুবারাকাতিন বা বরকত ও কল্যাণময় রাতটাকে সূরা কদরে কি নামে অভিহিত করা হয়েছে?

৮. আখেরাত বিষয়ে মক্কার কাফেরদের অভিনব দাবীর প্রেক্ষিতে ২টি জবাব প্রদান করা হয়েছিলতা কি কি?

৯. “এই সুস্পষ্ট কিতাবের শপথআমি এটি এক বরকত ও কল্যাণময় রাতে নাযিল করেছি।” কিন্তু কি কারণে নাযিল করা হয়েছেআল্লাহর ভাষায় বলনু অথবা এর অর্থ বলুন।

১০. “এই সুস্পষ্ট কিতাবের শপথ”- সুস্পষ্ঠ কিতাবের শপথের মাধ্যমে কি বুঝানো হয়েছে?

১১. أمر حكيم (আমরিন হাকীম) শব্দ ব্যবহৃত হয়েছে দুইটি অর্থে। তা কি কি?

১২. আল্লাহকে গোটা বিশ্ব জাহান ও তার প্রতিটি জিনিসের রব স্বীকার করলে দুইটি জিনিস মেনে নিতে হয়। তা কি কি?

১৩. মুরসাল হাদীস কোনটি?

১৪. আখবারে আহাদ বলতে কোন ধরনের হাদীসকে বুঝানো হয়?

১৫. رسول مبين (রাসূলুন মুবিন) এর দুইটি অর্থ কি কি?

১৬. كريم (কারিম) শব্দটি যখন মানুষের গুণ হিসাবে ব্যবহার করা হয়তখন তার দ্বারা কি বুঝানো হয়?

১৭. “তুব্বা” কার উপাধি ছিল?

১৮. এমন ব্যক্তিযে কোন সম্পর্কের কারণে অন্য কোন ব্যক্তিকে সহযোগিতা করে। তা আত্মীয়তার হোক কিংবা বন্ধুত্বের বা অন্য কোন প্রকারের। আরবীতে ঐ ব্যক্তিকে কি বলা হয়?

১৯. যাক্কুম এক ধরণে গাছ। ইহা কাদের খাদ্য হবে?

২০. المهل শব্দটির কয়েকটি অর্থ রয়েছে। যে কোন ২টি বলুন।

২১. المهل নামক জিনিসটাকে আমাদের দেশে কি নামে বলা হয়?

২২. আরবী ভাষায় সুক্ষ্ম রেশমী কাপড়কে কি বলা হয়।

২৩. আরবী ভাষায় মোটা রেশমী কাপড় বুঝাতে কি শব্দ ব্যবহার করা হয়?

২৪. আরবী ভাষায় সুন্দর নারীকে কি বলা হয়?

২৫. অস্বীকারকারীরা নিজেরাও আল্লাহ্‌কে যমিনআসমান এবং বিশ্বাজাহানের প্রতিটি জিনিসের মালিক ও পালনকর্তা মানে এবং একথাও মানে যে, জীবন ও মৃত্যু আল্লাহ্‌র এখতিয়ারে। কিন্তু তা সত্ত্বেও তারা অন্যদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করার জন্য গোঁ ধরে আছে-এর সপক্ষে তাদের একমাত্র যুক্তি কি?

২৬. সেই রাতে ফেরেশতারা ও জিবারঈল তাদের রবের আদেশে সব রকম নির্দেশ নিয়ে অবর্তীর্ণ হয়। কোন রাতে?

২৭. কোন কোন ইমাম “মুরসাল হাদীসকে নিঃসংকোচে গ্রহণ করেছেন?

২৮. রাসুল(সাঃ) বলেছেনযতদিন একের পর এক ১০টি আলামত প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ৫টি আলামত বলুন।

২৯. জান্নাত বাসীদের বলে দেয়া হবেতোমরা এখানে চিরদিন সুস্থ থাকবে, কখনো রোগাক্রান্ত হবে নাচিরদিন জীবিত থাকবেকখনো মরবে নাচিরদিন সুখী থাকবেকখনো দূর্দশাগ্রস্থ হবে না এবং চিরদিন যুবক থাকবোকখনো বৃদ্ধ হবে না। এই হাদীসটি ২জন সাহাবী বর্ণনা করেছে।  ঐ সাহাবী ২জনের নাম কি?

৩০. “আমল করো এবং নিজের সাধ্যমত সর্বাধিক সঠিক কাজ করার চেষ্ঠা করো।  জেনে রাখো কোন ব্যক্তিকে শুধু তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না” ইহা কার উক্তি?

৩১. সুরা আদ্ দুখানে ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ কারী ৪জন সার্বক্ষনিক সাথী রাসুল(সাঃ) এর সাথে ছিলেন। ঐ ৪জন সাথীর নাম কি?

৩২. “সে দিন আমি বড় আঘাত করবোযেদিন আমি তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবো।” উক্ত আয়াতে কোন দিনের আঘাতের কথা বলা হয়েছে?

উপরোক্ত প্রশ্ন গুলোর উত্তর জানার জন্য এখানে ক্লিক করুন।

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।