যে ছেলে মা শিবির করেঃ শিবিরের জন্মদিনে কাতার প্রবাসী শিল্পী মাহবুব রিয়াজের গান - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

February 06, 2022

যে ছেলে মা শিবির করেঃ শিবিরের জন্মদিনে কাতার প্রবাসী শিল্পী মাহবুব রিয়াজের গান

 


৬ই ফ্রেব্রুয়ারী। ইসলামী ছাত্রশিবিরের জন্মদিন। ১৯৭৭ সালের ৬ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মীর কাশেম আলীর নেতৃত্বে যাত্রা শুরু করে সত্য ও সুন্দরের এই কাফেলা।

সময়ের পথ পরিক্রমায় মীর কাশেম আলী আজ শহীদ। শহীদ মীর কাশেম আলীর স্বপ্নেগড়া কাফেলার জন্মদিনে কাতার প্রবাসী শিল্পী মাহবুব রিয়াজ আর তার সংগীদের কন্ঠে মুক্তি পাবে “যে ছেলে মা শিবির করে। সংগীতের লিরিকঃ রাকিবুল আহসান মিনার। সূরঃ মাহমুদ ফয়সল। সংগীতটিকে উপভোগ্য করতে বিভিন্ন জনের প্রচেষ্টার সাথে মিলিত হয়েছে তারুণ্যের অহংকার আল্লামা সাঈদী পুত্র মাসুদ সাঈদীর অভিনয়। আশা করি শিবিরের জন্ম দিনে শিবির নিয়ে গান আপনাদের নজর কাড়বে।

লিরিক

যে ছেলে মা শিবির করে

মাগো মা শোনো কথা মা
মাগো মা তুমি রাগ করোনা...
যে ছেলে মা শিবির করে
দ্বীন কায়েমের রাস্তা ধরে,
সে ছেলে মা হয়না কভু জঙ্গি,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে
কুরান দিয়ে জীবন গড়ে
চায় সে হতে জান্নাতিদের সঙ্গী।
ভুল বুঝে মা তাকে তুমি
শিবির করতে বাঁধা দিও না.....ঐ
সে না কারো ক্ষতি করে
সে রহমত প্রতি ঘরে
যে ঘর গুলো তিমির আঁধার ভরা,
সে চায় দিতে পাল্টে আবার
এনে দিতে ছায়ায় কাবার
আল কুরানের রঙে বসুন্ধরা।
অত্যাচারির জুলুম দেখে
তার পথে আর বাঁধা হয়ো না....ঐ

চেষ্টা যে ওর হয় ইবাদাত
দ্বীনের কাজে রয় দিবারাত
রবের কাছে চায় শাহাদাত কেঁদে,
জান্নাত হলো পরম চাওয়া
শহীদ হলেই হবে পাওয়া
কোন রশিতে রাখবে তাকে বেঁধে?
আমি যদি শিবির করি
দ্বীন ইসলামকে আঁকড়ে ধরি
তোমরা হবে জান্নাতি মা বাবা,
নেক রহমত দিবেন রবে
এর প্রতিদান তোমরা সবে
দুনিয়া ও আখেরাতে পাবা।
আল্লাহ্ আছেন হেফাজতে
শিবির করায় ভয় আর পেয়ো না....ঐ

মাহবুব রিয়াজের অফিসিয়েল চ্যানেল সাবস্ক্রাইভ করুন এখানে ক্লিক করে।

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।