প্রশ্নোত্তর - আসান ফেকাহ-১ম খন্ড - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

December 01, 2021

প্রশ্নোত্তর - আসান ফেকাহ-১ম খন্ড

১. আসান ফেকাহ কিতাবটির লিখক কে?

উত্তরঃ মাওলানা ইউসুফ ইসলাহী।

২. আসান ফেকাহ কিতাবটি কতটি ভাগে বা পয়েন্টে ভাগ করে লেখক আলোচনা করেছেন এবং তা কি কি

উত্তরঃ ৩টি। আকায়েদ, তাহারাত ও সালাত।

৩. ইসলামের আরকান কয়টি ও কি কি?

উত্তরঃ ৫টি। কালেমা তাইয়েবাহ, নামাজ কায়েম, যাকাত আদায়, রমজান মাসে রোজা রাখা ও বায়তুল্লাহর হজ্জ ।

৪. ঈমান বলতে কি বুঝায়?

উত্তরঃ কালেমা তাইয়েবা ও কালেমা শাহাদাতের মর্ম অন্তর দিয়ে মেনে নিয়ে মুখে উচ্চারণ করাকেই ঈমান বলে।

৫. ইসালামী আকায়েদ কয়টি ও কি কি?

উত্তরঃ ৬টি। আল্লাহর জাত ও সিফাতের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলগনের প্রতি ঈমান, আসমানী কিতাব সমূহের প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান ও তাকদিরের প্রতি ঈমান।

৬. নাজাসাত বা অপবিত্রতা কত প্রকার ও কি কি?

উত্তরঃ নাজাসাত বা অপবিত্রতা ২ প্রকার। নাজাসাতে হাকিকী ও নাজাসাতে হুকমী।

৭. যে সব জিনিস নাজাসাত চুষতে পারে সে সব জিনিস পাক করার নিয়ম কি?

উত্তরঃ এ ধরনের নাজাসাত যেমন- মুজা, জুতা বা চামড়ার তৈরী জিনিসের ক্ষেত্রে  চেচে বা ঘষে ফেলে তুলে ফেললে পাক  হয়ে যায়।

৮. তরল ও তৈলাক্ত জিনিস পাক করার নিয়ম কি?

উত্তরঃ তৈল অথবা ঘি যদি নাপাক হয়  তাহলে তৈল বা ঘি-এর সমপরিমাণ পানি দিয়ে জাল দিতে হবে।

৯. জমাট জিনিস পাক করার নিয়ম কি?

উত্তরঃ জমাট হওয়া ঘি, চর্বি অথবা মধু যদি নাপক হয়, তাহলে নাপাক অংশ টুকু তুলে ফেলে দিলে বা বাদ দিলেই পাক হবে।

১০. চামড়া পাক করার নিয়ম কি?

উত্তরঃ দাবাগত করা।

১১. করীর পাক করার নিয়ম কি?

উত্তরঃ করীকে নাজাসাতে হাকিকি লাগলে তিনবার ধৌত করলেই পাক হয়ে যায়।

১২. তাহারাতের কার্যকর মূলনীতি কয়টি?

উত্তরঃ তাহারাতের মূলনীতি ৬ টি। 

১৩. নাজাসাতে হুকমী কয়টি ও কি কি?

উত্তরঃ নাজাসাতে হুকমী বা হাদাস ২ প্রকার। ১. হাদাসে আছগর। ২. হাদাসে আকবর।

১৪. হায়েজ কাকে বলে?

উত্তরঃ সাবালিকা হওয়ার পর মেয়েদের প্রস্রাবের দ্বার দিয়ে স্বভাবত যে  রক্ত বের হয় , তাহাকে হায়েজ বলে।

১৫. হায়েজ হওয়ার সর্বনিম্ন বয়স কত?

উত্তরঃ কমপক্ষে ৯ বছর।

১৬. হায়েজের সময় কাল কত?

উত্তরঃ হায়েজের মুদ্দত কমপক্ষে তিন দিন তিন রাত এবং উর্ধে দশ দিন দশ রাত।

১৭. নেফাস কি?

উত্তরঃ বাচ্চা জন্ম নেয়ার পর স্ত্রীলোকের অংগ থেকে যে রক্ত বের হয় তাকে নেফাস বলে

১৮. নেফাসের মুদ্দত কতদিন?

উত্তরঃ নেফাসের মুদ্দত সর্বোচ্চ ৪০ দিন।

১৯. নেফাসের পর হায়েজ হওয়ার মধ্যবর্তী সময় পাক থাকার সময় কমপক্ষে কতদিন?

উত্তরঃ ১৫ দিন।

২০. নেফাসের মাসয়ালা কয়টি?

উত্তরঃ ৭টি।

২১. হায়েজ নেফাসের হুকুম কয়টি?

উত্তরঃ ১১ টি।

২২. এস্তেহাজা কাকে বলে?

উত্তরঃ গর্ভবতী মেয়েদের যে রক্ত আসে, তাকে ইস্তেহাযা বলে।

২৩. পানি কত প্রকার ও কি কি?

উত্তরঃ পানি দুই প্রকার। - পাক ও নাপাক।

২৪. কোন পানি দিয়ে তাহারাত হাসিল করা দুরুস্ত নয়?

উত্তরঃ আবদ্ধ পানি, যাতে পেশাব, রক্ত বা মদের ফোটা পড়লে।

২৫. কোন কোন অবস্থায় অজু ফরজ?

উত্তরঃ তিনটি অবস্থায় অজু ফরজ। ১.প্রত্যেক নামাজের জন্য। ২. জানাজার নামাজের জন্য। ৩. তেলাওয়াতে সেজদার জন্য।

২৬.  কোন কোন কাজের জন্য ওজু ওয়াজিব?

উত্তরঃ বায়তুল্লাহর তাওয়াফ ও কুরআন পাক স্পর্শ করার জন্য।

২৭.  কোন কোন কারণে অজু সুন্নাত?

উত্তরঃ শোয়ার পূর্বে ও গোসলের পূর্বে ।

২৮.  অজুর ফরজ কয়টি ও কি কি?

উত্তরঃ ৪টি। ১.গোটা মুখ ধোয়া। ২. দুহাতের কনুই পর্যন্ত দোয়া। ৩. মাথা মুসেহ করা। ৪. দূপা টাখনু পর্যন্ত দোয়া।

২৯.  অজুর সুন্নাত কয়টি?

উত্তরঃ ১৫ টি।

৩০.  অজু নষ্ট হবার কারণ কয়টি?

উত্তরঃ দুইটি।

৩১.  গোসলের ফরজ কয়টি?

উত্তরঃ ৩টি।

৩২. তাইয়ামুম অর্থ কি?

উত্তরঃ ধারনা বা ইচ্ছা করা।

৩৩. তাইয়ামুমের ফরজ কয়টি ও কি কি?

উত্তরঃ ৩টি। ১.নিয়াত। ২. দূহাত মাটির উপর মৃদু আঘাত করে সমস্ত চেহারার উপর মর্দন করা। ৩. দূহাত মাটির উপর মৃদু আঘাত করে কনুই পর্যন্ত মর্দন করা।

৩৪. নামাজের ফরজ কয়টি?

উত্তরঃ নামাজের ফরজ ৭টি।

আসান ফেকাহ ১ম খন্ড-এর আরো প্রশ্নোত্তর পিডিএফ আঁকারে ডাউনলেড করতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।