তাফসীরে
মাযহারী (আরবি: تفسير المظهري) পবিত্র কুরআনের ১৩ তম শতাব্দীর তাফসির গ্রন্থ। হানাফী
মাযহাবের একনিষ্ঠ অনুসারী সুন্নি ইসলামী পণ্ডিত কাজী ছানাউল্লাহ
পানিপথীর লেখা বইটি।
একটি সুন্নী সাইট কুরানিকস্টুডিজ ডট কম
ব্যাখ্যা করেছে:
এটি আল্লামা কাজী মুহাম্মদ ছানাউল্লাহ
পানিপথী রচনা করেছেন (যিনি মারা গেছেন ১২২৫ হিজরিতে)। তিনি এই তাফসীরের নাম
রেখেছেন 'আল-তাফসীর আল-মাজহারী', তাঁর আধ্যাত্মিক গুরু মির্জা মাজহার জান-ই-জানন দেহলভীর নাম
অনুসারে। তাঁর এই তাফসীর খুব সহজ , স্পষ্ট এবং কোরআনের আয়াতগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা শিক্ষার জন্য অত্যন্ত
কার্যকর। কুরআনের শাব্দিক বর্ণনার পাশাপাশি তিনি বিশদ বিবরণও দিয়েছেন এই গ্রন্থে।
তা করতে গিয়ে তিনি অন্যান্য ভাষ্যগুলির তুলনায় অনেক বেশি তাথ্যিক বর্ণনাকে গ্রহণ
করার চেষ্টা করেছেন।
****************************************************************************
একটি বই প্রকাশ করতে লেখক ও পাঠকের প্রচুর অর্থ খরচ হয়। জনপ্রিয় লেখকদের লেখা বই থেকে লেখক প্রকাশক সকলেই লাভবান হোন। কিন্তু যে সব লেখক জনপ্রিয় নন, তাদের বই একটি মাত্র সংস্করণে খরচই আসেনা। তাই আপনার আমার সকলের কর্তব্য হচ্ছে মূল বই খরিদ করে পড়া। এতে করে লেখক প্রকাশক উভয়েই উৎসাহিত হোন নতুন বই প্রকাশ করতে। তারা রক্ষা পান ক্ষতির হাত থেকে। এখানে প্রদত্ত বই গুলো অনলাইন থেকে সংগ্রহ করা। আপনি বইটি পড়ার পর হাতের কাছে সেই বইটি পেলেই সংগ্রহ করবেন। আপনার আপন বন্ধুজনকে উপহার দেবেন।
তাফসীরে মাযহারীর ০১ থেকে ১২ খন্ড পিডিএফ পড়ার জন্য ক্লিক করুন
- ১ম খন্ড (১ম-২য় পারা)
- ২য় খন্ড (৩য়-৪র্থ পারা)
- ৩য় খন্ড (৫ম-৬ষ্ট পারা)
- ৪র্থ খন্ড (৭ম-৯ম পারা-সূরা আরাফের শেষ পর্যন্ত)
- ৫ম খন্ড (৯ম-১১শ পারা-সূরা আনফাল থেকে সূরা ইউনুস)
- ৬ষ্ট খন্ড (১১শ-১৪শ পারা-সূরা হুদা থেকে নাহল)
- ৭ম খন্ড (১৫শ-১৭শ পারা-সূরা বনি ইসরাঈল থেকে আম্বিয়া)
- ৮ম খন্ড (১৭শ-১৯শ পারা-সূরা হাজ্জ থেকে শুআরা)
- ৯ম খন্ড (১৯শ-২২শ পারা-সূরা নামাল থেকে ইয়াসিন)
- ১০ম খন্ড (২৩শ-২৬ পারা-সূরা ইয়াসিন-ফাতহ)
- ১১শ খন্ড (২৬শ-২৮শ পারা-সূরা হুজরাত থেকে তাহরীম)
- ১২শ খন্ড (২৯শ-৩০শ পারা-সূরা মুলক থেকে সূরা নাস)
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।