চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব: আব্দুস শহীদ নাসিম - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

February 27, 2021

চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব: আব্দুস শহীদ নাসিম

 কেন পড়বেন এই বই?

আপনি যদি বই পড়ুয়া হন, তবে এই বইটি আপনার পাঠের অন্তরভূক্ত করুন। কম পড়ুয়া হলে কম করে হলেও এটি পড়ুন। বই পড়ায় অভ্যস্ত না হলে এটি দিয়ে আরম্ভ করুন।

 

অনেক বই আছে শুধু আনন্দ দেয়। অনেক বই আছে কেবল জ্ঞান দান করে। অনেক বই আছে তত্ত্ব ও তথ্যের। অনেক বই আছে সমাজ ও সাহিত্যের। অনেক বই পড়লে হয় উন্নতি। অনেক বই পড়লে আসে দূর্গতি। অনেক বই করে সচেতন, আবার অনেক বই ডেকে আনে অধোপতন।

কিন্তু এটি? কোন ধরণের বই এটি? আপনি প্রথমেই বইটির সূচিপত্র পড়ে নিন। দেখুন তো, এর সূচিপত্রে সাজানো শিরোনাম বা উপশিরোনাম কি আপনাকে আকর্ষণ করে? আমাদের বিশ্বাস, শিরোনাম উপশিরোনামের মতো বইয়ের বক্তব্যও আপনার ভাল লাগবে।

 

আপনি আমাদের সাথে আশা করি একমত হবেন:

এটি জ্ঞানের বই, গুণের বই।

কর্মের বই, কর্তব্যের বই।

এটি আত্মার বই, আত্মতেনার বই।

এটি দক্ষতা বৃদ্ধি ও আত্মোন্নয়নের বই।

এটি উপলব্ধির বই, এটি উন্নতির বই।

এটি নিজেকে বড় করার ও এগিয়ে নেবার বই।

এটি জীবনকে বড় করার ও এগিয়ে নেবার বই।

এটি জীবনকে গড়ার বই। এটি জগতকে জয় করার বই।

চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব-https://amarpriyobanglaboi.blogspot.com/

এটি স্রষ্টার সান্নিধ্য আর জান্নাতের আতিথ্য লাভের বই।

এটি জেতার বই, এটি উপরে উঠার বই।

 

এজন্যেই আপনি পড়বেন এ বই। মনে রাখবেন:

এ বই আপনার।

এ বই আপনার স্বামীর।

এ বই আপনার স্ত্রীর।

এ বই আপনার পুত্রের।

এ বই আপনার কন্যার।

এ বই আপনার বন্ধুর।

এ বই আপনার ভাইয়ের।

এ বই আপনার নেতার।

এ বই আপনার সহকর্মীর।

এ বই আপনার কর্তার।

এ বই আপনার কর্মীর।

 

এ বই আপনার কাছ থেকে নেবেন কিছু সময়। কিন্তু বাঁচাবে অনেক সময়। এই বইয়ের দাবি সহজ, দেবে প্রচুর। এ বই আপনি পড়ুন। আপনি উপরে উঠুরন। আপনি সবার প্রিয়জন হোন। আপনি সবার প্রিয় নেতা হোন। আপনি সবার প্রিয় কর্মী হোন। আপনি হোন সবার আপনজন। আপনি সুখি হোন। আপনি ভালো থাকুন।

বইটির পিডিএফ কপির জন্য এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।