ইসলাম ও জাতীয়তাবাদঃ মরিয়ম জামিলা - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

January 04, 2021

ইসলাম ও জাতীয়তাবাদঃ মরিয়ম জামিলা

ইসলাম ও জাতীয়তাবাদ-https://amarpriyobanglaboi.blogspot.com/2021/01/blog-post.html

আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ (স) ভবিষ্যদ্বাণী করেছেন যে, কিয়ামতের আগে মুসলমানরা জীবনের সর্বক্ষেত্রে ইহুদী এবং খৃস্টানদের অনুকরণ করবে। এ ভবিষ্যদ্বাণী কার্যকর হয়েছে। বিধর্মীদের অনুকরণের ক্ষেত্রে সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের জায়গায় আধুনিক, ভৌগলিক, বর্ণ ও ভাষাভিত্তিক জাতীয়তাকে স্থান দেয়া। সংকীর্ণ জাতীয়তাবাদ বিশ্ব মুসলিম সংহতির পক্ষে যেরূপ ক্ষতির কারণ হয়েছে ঠিক তেমনি ঈমানকে আরেকটি জাতীয়তাবাদ হিসেবে দেখার প্রবণতা দেখা দিইয়ছে। নতুন ইসলামী জাতীয়তা জোর দিচ্ছে বিদেশী সাম্রাজ্যবাদের খারাপ দিক, অমুসলমানদের হাতে মুসলিম সংখ্যালঘুদের দুঃখ-দুর্দশা সর্বোপরি অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা ও পশ্চিমী ধারায় সামাজিক অগ্রগতির ওপর। এ ব্যাপারে মুসলিম জাতীয়তাবাদীদের ধারণা ইসলাম মুসলমানদের তাৎক্ষণিক বস্তুগত কল্যাণের নিমিত্তে অপর একটি রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পদ্ধতি। তারা কখনো খোদাভিত্তিক শেষ বিচারের দিন বা পারলৌকিক জীবনের কল্যাণ-অকল্যাণের কথা বলে না। অমুসলমানদের হাতে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার, ফিলিস্তিন ও কাশ্মীরের মুসলমানদের দুঃখ-দুর্দশার কথা বলার পরক্ষণই তারা শিল্পোৎপাদনে ক্ষতি করে রােযা রাখার নিন্দা করে, ঈদুল আযহার দিনে পশু জবাই করে আর্থিক ক্ষতির কথা বলে এবং

বৈদেশিক মুদ্রার নিদারুণ ঘাটতির অজুহাতে হজ্জযাত্রীর সংখ্যা কমিয়ে দেয়ার পরামর্শ দেয়। এরপরও তারা সদম্ভে বলে থাকে যে, আমরা মুসলমান। মুসলিম জাতীয়তাবাদীদের কাছে ইসলাম কোনো ধর্ম নয়আরেকটি রাজনৈতিক শ্লোগান।

ইখওয়ানুল মুসলিমুনের নেতা ডঃ সাঈদ রমযান পরিষ্কার ভাষায় বলেছেনঃ মুসলিম জাতীয়তাবাদীরা কোনো সময় বংশগত বিরোধ বা উগ্র স্বদেশপ্রেমিক এবং কোনো সময় ইসলামের রাজনৈতিক ঐতিহ্যের মধ্যে তাদের আবেগের স্ফুরণ দেখতে পান। বস্তুত এটা এ সবের সমষ্টি হতে পারে। এ ধরনের আন্দোলন যদি সফল হয় ইসলামবাদ আরেকটি উগ্রতায় রূপ নেবে। এটা তখন একটি নতুন ধরনের জাতীয়তার জন্ম দেবে। এখন পর্যন্ত আমাদের দাবী হচ্ছেআমরা মিসরী বা সিরীয় বা আরব অথবা অনারব। এখন আমরা বলতে শুরু করেছি আমরা মুসলমান'। এ ধরনের আন্দোলনের সাফল্যের অর্থ ইসলামের সাফল্য নয় .......................... এটা কেবলমাত্র স্বদেশপ্রেমে অন্ধ আরেকটি দল সৃষ্টি যা ইসলামী নয়। ইসলাম বিশ্বপ্রভু আল্লাহর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণের নাম। জীবনের সবদিককে আল্লাহর আদেশের কাছে সোপর্দ করার নাম। এটা

হলে মুসলমানদের কোনো ঐক্যই ইসলামী জামায়াত হতে পারে না।

প্রকাশনীঃ আধুনিক প্রকাশনী

ইসলাম ও জাতীয়তাবাদ-বইটির পিডিএফ কপির জন্য এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।