Pages

September 21, 2024

বই পড়া প্রতিযোগিতা


বই পড়া প্রতিযোগিতা

গাজায় ইসরাঈলী হামলার বর্ষপূতিতে আমার প্রিয় বাংলা বই আয়োজন করতে যাচ্ছে নির্ধারিত বইয়ের উপর প্রশ্নোত্তর প্রতিযোগিতা।

👉 প্রতিযোগিতার জন্য নির্ধারিত বই আবুল আসাদ রচিতঃ

১.  অপারেশন তেলআবিব-১  ও ২. অপারেশন তেলআবিব-২

(বই দু’টি পড়ার জন্য এখানে ক্লিক করুন)

👉 প্রতিযোগিতায় প্রশ্ন থাকবে মোট ১০০টি। 

👉 উত্তর প্রদানের জন্য সময় থাকবে ২৪ ঘন্টা। 

👉 সকল প্রতিযোগীকে আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত করা হবে। 

👉  প্রতিযোগিতার তারিখঃ 

৪ঠা অক্টোবর ২০২৪, রাত ১২:০১ মিনিট থেকে ৫ই অক্টোবর ২০২৪ রাত ১১:৫৯ মিনিট 

👉 প্রতিযোগিদের জন্য প্রশ্নপত্রের লিংক গ্রুপে শেয়ার করা হবে প্রতিযোগিতার নির্ধারিত সময়েঃ ৪ঠা অক্টোবর ২০২৪ রাত ১২টায়।

👉 প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অনলাইনে। 

ফলাফল প্রকাশঃ ৭ই অক্টোবর ২০২৪

👉 সবোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর মধ্যে যিনি সর্বাগ্রে উত্তর সাবমিট করবেন, তাকে প্রথম, তার পরবর্তী জনকে দ্বিতীয়  এবং তার পরের জনকে তৃতীয় স্থান অধিকারী বিবেচনা করে পুরস্কার প্রদান করা হবে। 

👉 পুরস্কার হিসাবে থাকবেঃ 

প্রথম পুরস্কার-১০ হাজার বাংলাদেশী টাকা।

দ্বিতীয় পুরস্কার-৬ হাজার বাংলাদেশী টাকা।

তৃতীয় পুরস্কার-৪ হাজার বাংলাদেশী টাকা। 

পুরস্কারের টাকা প্রতিযোগী প্রদত্ত বাংলাদেশের ব্যাংক একাউন্টে স্থানান্তর করে প্রতিযোগীর হোয়াইটসআপ নম্বরে জমা রশিদ প্রেরণ করা হবে।

👉 এই প্রতিযোগিতা কেবলমাত্র কাতার ও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য।

👉 অংশগ্রহণে ইচ্ছুকদেরকে ৩০শে শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১২টার মধ্যে নিবন্ধন করতে হবে।

(নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন)

 

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।