Pages

February 26, 2022

আমি সুদকে না বলছি, আপনি?


নুর মুহাম্মদ আবু তাহেরঃ স্বপ্ন দেখি—একদিন সুদের অভিশাপ মুক্ত হবে আমাদের জন্মভূমি। ইসলামের অর্থনৈতিক সমাধানগুলো জনপরিসরে হাজির করার এক স্বভাব তাড়না খুব করে অনুভব করি।

'কর্জে হাসানা' নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, আমাদের চারপাশে কি ভয়াবহ এক সুদের প্রভাব! উম্মাহর কোটি কোটি বনি আদম অবলীলায় কবিরা গুনাহ করে চলছে। কোনো পরোয়া নাই। ব্যক্তিগতভাবে ভালো মানুষরাও সুদকে স্বাভাবিক বাস্তবতা হিসেবে ধরে নিয়েছে। সবাই যেন অসহায় আত্মসমর্পণ করেছে সুদের কাছে।
এমতাবস্থায় একজন মুসলমান তরুণ হিসেবে আমরা নিশ্চুপ থাকতে পারি না। অবশ্যই আমরা সুদমুক্ত সমাজের জন্য লড়াই চালিয়ে যাব। নিজ নিজ অবস্থান থেকে সুদের বিরুদ্ধে আওয়াজ তুলব।
Message - Your Lifestyle Partner টিম দারুণ এক ক্যাম্পেইন শুরু করেছে সুদের বিরুদ্ধে। আমি এই ক্যাম্পেইনের সাথে আছি। আপনিও সাথে থাকুন প্লিজ। কোটি মানসে প্রোথিত করে দিন—সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম।
ক্যাম্পেইনে অংশ নিতে গুগল ফরম পুরণ করুন। ক্লিক করুন এখানে।

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।