Pages

March 10, 2021

শব্দার্থে আল কুরআনুল মজীদঃ মতিউর রহমান খান

 

শব্দার্থে আল কুরআনুল মজীদ-

শব্দার্থে আল কুরআনুল মজীদ

লেখক : মতিউর রহমান খান

প্রকাশনী : আধুনিক প্রকাশনী

কেউ কুরআন পড়ে, কেউ অধ্যয়ন করে। দুইটা কিন্তু সমান নয়। কুরআন শুধু পড়েই শেষ নয় বরং জরুরী হলো এটা বোঝা এবং নিজের জীববে প্রয়োগ করা। আর এই পথে অন্যতম উপকারী মাধ্যম হলো শব্দে শব্দে আল কুরআন। বিদেশী বিভিন্ন ভাষায় বিশেষ করে ইংরেজীতে শব্দে শব্দে পরিপূর্ণ কুরআনের অনেকগুলো ভার্সন থাকলেও বাংলায় সেভাবে নেই বললেও চলে। সেক্ষেত্রে মতিউর রহমান খান অনূদিত ১০ খন্ডের শব্দার্থে আল কুরআনুল মাজীদ এক অনবদ্য মেহনত। বাংলা ভাষাভাষী কুরআন অধ্যয়নকারীদের জন্য অপরিহার্য বলা চলে।

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।